দেশজুড়ে

বানিয়াচংয়ে শিকারীর ফাঁদ থেকে ২০ পাখি অবমুক্ত

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।
বানিয়াচং উপজেলায় শিকারীর ফাঁদ থেকে ২০টি পাখি অবমুক্ত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা
আজ (১১ নভেম্বর) বুধবার সকালে আজমিরীগঞ্জ সড়কের ঝিংড়ি নদীর পাশ থেকে ২ শিকারীর ফাঁদ থেকে ২০টি পাখি জব্দ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতকে দেখে পাখি শিকারের বিভিন্ন উপকরণ ফেলে রেখে শিকারীরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, শীত আসার সঙ্গে সঙ্গে বিদেশী অতিথি পাখিগুলো বানিয়াচংয়ে দল বেঁধে আসে। তখন শিকারীরা সুযোগ নিয়ে প্রশাসনের আঁড়ালে পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করে। বানিয়াচংয়ে পাখির উল্লেখযোগ্য আশ্রয়স্থলের জন্য সার্বক্ষণিক প্রশাসনের অভিযান চলমান থাকবে।
দেশের প্রাণীসম্পদ রক্ষায় প্রত্যেক সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।


Related Articles

Back to top button
Close