
হবিগঞ্জের সংবাদ ডেস্ক। উপজেলার হাজীমাদাম গ্রামের হাবিবুর রহমান বিলাতের দায়ের করা অভিযোগের বৃত্তিতে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গতকাল ১০ নভেম্বর বিকেলে এ আদেশ প্রদান করেন এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
জানা যায়, সম্প্রতি বিরোধীয় শ্মশানঘাটের নির্মাণাধীন মার্কেটের ভূমিটি জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের নির্দশানুযায়ী বাহুবলের সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম তদন্ত করেন। তদন্তে রেকর্ডিও বা কোনো ওয়ারিশ না পাওয়ায় ছড়ার পাশের কিছু ভূমি শ্মশানঘাটের নামে সমঝিয়ে দিয়ে যান। ওই ছড়ার পাশদিয়ে যুগযুগ ধরে এলাকার ৪ গ্রামের লোকজন চলাচল করে আসছিল। ইদানীং শ্মশানঘাটের নামে একই গ্রামের কাজল দেব ও হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্মশানঘাটের নামে বাজারে মার্কেটের নির্মান কাজ শুরু করে। মার্কেটটি এলাকার ৪ গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তার উপর এবং বিভিন্ন তথ্য উপাস্থপনার মধ্যদিয়ে অবৈধ জায়গায় শ্মশানঘাট দাবী জানিয়ে নির্মান কাজ বন্ধ করতে হাজীমাদাম সহ অন্যান্য গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজন বাধা দিয়ে আসছে।
হিন্দু সম্প্রদায়ের লোকজন তা অমান্য করে মার্কেট নির্মান আবারো শুরু করায় দুপক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
বাংলাপত্রিকা/এনপি