অর্থনীতি

আজমিরীগঞ্জের পল্লীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

প্রিন্ট করুন

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি । গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ (১০ নভেম্বর) মঙ্গলবার
সকাল ১১ টায় জলসুখা বাজারে ৩নং জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ খেলুর সভাপতিত্বে ও
এরিয়া ম্যানেজার জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর সিলেট রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ।

প্রধান অতিথি বিশ্বজিৎ দেবনাথ বলেন, গ্রাম বাংলার মানুষকে ব্যাংকিং সেবা দিতে কাজ করছে ডাচ্-বাংলা ব্যাংক। এদেশে ডাচ-বাংলা ব্যাংকই সর্ব প্রথম এটিএম বুথ সেবা চালু করে। ডাচ্-বাংলার মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। মূল ব্যাংকের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষকে দিবারাত্র সেবা দিতে ২০১৫ সালে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে। এ পর্যন্ত সারাদেশে চার হাজার দুইশ এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। এখানে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা যায়।দিন-রাত ২৪ ঘন্টা লেনদেন করা যায়, রেমিটেন্স উত্তোলন করা যায়, সব ধরণের বিল পরিশোধ করা যায়। এখানে অর্ধবার্ষিক বা বার্ষিক কোন ফি কর্তন করা হয় না। প্রথম বছর বিনামূল্যে এবং দ্বিতীয় বছর অর্ধেক মূল্যে এটিএম কার্ড দেয়া হয়। ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খুললে দেশের যে কোনপ্রান্ত থেকে শুধু মাত্র আঙ্গুলের চাপেই টাকা উত্তোলন করা যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজ মিয়া, পল্লী চিকিৎসক শহিদ মিয়া, জলসুখা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হানিফ উল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক তোফাজ্জল আহমেদ অনিক, ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সিনিয়র ম্যানেজার ওয়াহিদ মুরাদ,ইউ/পি সদস্য আলাউদ্দিন মিয়া, তাজ উদ্দিন আহমেদ সাজ্জাদ, সাবেক সদস্য লিবাছ মিয়া,এলাজুল ইসলাম প্রমূখ।


Back to top button
Close