দেশজুড়ে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিবপাশা বাজার কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত শরীফ উদ্দিন

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি।

আজমিরীগঞ্জের শিবপাশা সবুজগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস্) নির্বাচনে শরীফ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সােমবার ( ৯ নভেম্বর) সাধারণ সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘােষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডাঃ হুসেন আহাম্মদ চৌধুরী,সহকারী নির্বাচন কমিশনার লুৎফর রহমান ও মাহবুব আলম চৌধুরী (নিউটন) । শরীফ উদ্দিন জানান, আমার প্রতি বাজার ব্যবসায়ীবৃন্দ যে সম্মান দেখিয়েছেন তাতে আমি অভিভূত ও কৃতজ্ঞ । নির্বাচিতদের নিয়ে বাজার উন্নয়নে সমন্বিত সুষ্ঠু পরিকল্পনা নেওয়া হবে । আর নির্বাচনকে অবাধ , নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর । নির্বাচনী আচরণবিধি যাতে লংঘন না হয় সেদিকে প্রার্থী , সমর্থক এবং ব্যবসায়ীবৃন্দ সচেতন থাকবেন । সবাইকে নিয়েই ঐতিহ্যবাহী শিবপাশা সবুজগঞ্জ বাজারকে একটি মডেল বাজার হিসেবে উন্নীত করতে চাই । এ ক্ষেত্রে নেতৃবৃন্দসহ সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, বিগত কমিটিরও তিনি সাধারণ সম্পাদক ছিলেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় এর ফলশ্রুতিতে এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


Related Articles

Back to top button
Close