দেশজুড়ে

আজমিরীগঞ্জে লাল মিয়া বাজারে অগ্নিকাণ্ড, ৪০লাখ টাকার ক্ষতি দাবি স্থানীয়দের

প্রিন্ট করুন

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ উপজেলা পৌর শহরের লাল মিয়া বাজারে আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই । এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আজ (১১ নভেম্বর) সোমবার সাড়ে ৩টা থেকে প্রায় দুই ঘন্টা অগ্নিকান্ডের ভয়াবহতা স্থায়ী ছিল। বানিয়াচং দমকল বাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
ক্ষতিগ্রস্ত দোকান হলো শফিকুল ইসলাম, উপনেন্দ্র দাস ও সুরঞ্জিত দেবনাথের ৩টি মোটরসাইকেল গ্যারেজ, জজ মিয়ার মোটরসাইকেল গ্যারেজ, মখলিছ মিয়ার পেট্রোলের দোকান, সাংবাদিক সেন্টু আহমেদ জিহানের রেফ্রিজারেটর ইঞ্জিনিয়াররিং ওয়ার্কসপ, রাংকু সূত্রধর, অভিমন্ডু সূত্রধর ও শংকর সূত্রধরের ৩টি ফার্নিচারের দোকান, প্রেমতোষ রায়ের স্টুডিও, জামাল মিয়ার কম্পিউটারের দোকান ও একটি কলার দোকান।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, আজমিরীগঞ্জের লাল মিয়া বাজারে একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে । আগুন চলাকালে বাজারের মাঝ থেকে দুইটি দোকান ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। পরে এলাকার ৫ শতাধিক মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা দাবি করছেন তাদের ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও ক্ষতির পরিমাণ নিরূপম করা সম্ভব হয়নি।


Related Articles

Back to top button
Close