শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
রাগ করেছে বোন আমার- সাজ্জাদ বিন লাল

উৎসর্গঃ
প্রিয় বোন মাহবুবা আক্তার কে
রাগ করেছে বোনটি
আমার
মুখ করেছে ভার-
তাকে ছাড়া এক মুহুর্ত
কি
ভালো লাগে আমার?
মিছে-মিছি কথা নিয়ে
অভিমান করে-
তোর অভিমানি মুখ টা
ভালো লাগে নারে।
রাগ করে তোর ইচ্ছে মত
কত কষ্ট দিবি-
কষ্ট দিয়ে নিজের মত
খুঁজে পাস সুখ বুঝি?
রাগ করে সুখ পেলে তুই
রাগ করেই থাকিস-
আমার কথা মনে হলে
আকাশে চোখ রাখিস।
যখন আমি থাকবো না
কাকে রাগ দেখাবে-
অভিমানি মুখটা দিয়ে
আর কাকে রাগাবে?
এবার আমি হেরে গেলাম
অভিমানের তরে-
একদিন আমি হারিয়ে গেলে
কষ্ট দিবি কারে?
এত রাগ কোথায় পেলে
বলনা একটু খুলে-
সত্যিই করে বল যাবি নাকি
আমাকে তুই ভুলে?
ভালো থাকিস বোনটি আমার
হাসি-খুশি থাকিস-
যখন আমি আর থাকবো না
চোখের পানি ধরে রাখিস।