শিক্ষা সাহিত্য

সংক্ষিপ্ত -পিংকী আচার্য

প্রিন্ট করুন

অভিনীত প্রতিবাদ ভুক্তভোগীর গলা চেপে
কষ্টের চিৎকারের বিপরীতে;
নিত্য-নতুন আন্দোলনে রং মেখে একই প্রচারে
শুধুই কি বিনোদন স্বার্থে?

শোষণ যেন মমতাময়ী
ঘা করি মলম পেতে;
পুলিশ নামক সন্ত্রাসীকে
বাধ্য যেন ঘুষ দিতে!

ডাকাতের কাছে চোরের বিচার
সবাই ডাকাতের দাস;
ভদ্রতার বিনিময় জোর-জুলুম
ক্ষমতা দখলে সাধুর আসনে সন্ত্রাস।

বাইজির কোলে সভ্য পুরুষ
ভীড়ের মাঝে নারীর গায়ে অসভ্য;
সংযত মস্তিষ্ক মায়ের বুকে শুকায়
চেঁচিয়ে উঠলেই ভিন্ন আয়োজনে স্তব্ধ!

(পৃথিবীর সকল জীবের প্রতি শুভ কামনা অবিরাম।)


Related Articles

Back to top button
Close