দেশজুড়ে

তেঁতুলিয়ায় ফের উদয় হয়েছে কাঞ্চনজঙ্ঘা

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক। কয়েক দিন বিরতি দিয়ে ফের তেঁতুলিয়ায় উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজ সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যেও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। এবার আকাশ পরিষ্কার থাকায় তেঁতুলিয়া ছাড়াও ঠাকুরগাঁও থেকেও কাঞ্চনজঙ্ঘার মনোহর দৃশ্য দেখা গেছে। তবে গত ১ নভেম্বর থেকে কুয়াশা ঘণীভূত হওয়ায় ‘মুখ’ লুকায় কাঞ্চনজঙ্ঘা। এ মাসের শুরু থেকেই তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় করে দেশর বিভিন্ন প্রান্তের মানুষ। ফের কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয়ায় গত কয়েক দিনের হতাশা কেটে হাসির রেখা ফুটেছে অপেক্ষমাণ পর্যটকদের মুখে।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে আজ সকালে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।
৮ নভেম্বর রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৭ নভেম্বর শনিবার ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও ৮ নভেম্বর দশমিক ৯ পয়েন্ট কমে তা ১৩ ডিগ্রিতে দাঁড়িয়েছে।
এদিকে ৭ নভেম্বর শনিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে রোববার সকালে আকাশ কিছুটা পরিষ্কার থাকায় তেঁতুলিয়ায় দেখা দিয়েছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এতে কয়েকদিন ধরে অপেক্ষমাণ পর্যটকদের হতাশা কিছুটা কেটেছে।
ভয়েস টিভি/এসএফ


Related Articles

Back to top button
Close