দেশজুড়ে

বানিয়াচংয়ে মৌসুমী নার্সিং হোম এন্ড ডেলিভারি সেন্টার উদ্ভোধন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকেঃ বানিয়াচং মৌসুমী নার্সিং হোম এন্ড ডেলিভারি সেন্টার উদ্ভোধন হয়েছে।

আজ শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় বানিয়াচং সিনিয়র ফাজিল (আলীয়া) মাদ্রাসা সড়কে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের উপস্থিতিতে মৌসুমী নার্সিং হোম এন্ড ডেলিভারি সেন্টার উদ্ভোধন করা হয়েছে।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বলেন, সর্বপ্রথমে মৌসুমী নার্সিং হোম এন্ড ডেলিভারি সেন্টারের সাথে জড়িত সবাইকে সাধুবাদ জানাই, কারণ
সময়ের সাথে সাথে বাড়ছে সংকট। শুধু সংখ্যার হিসেবে নয় করোনা আতঙ্কে সত্যিকার অর্থেই কাঁপছে বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। যেকোনও মহাযুদ্ধের চেয়েও বড় কঠিন এই যুদ্ধ। পারস্পরিক বিভাজন নয় দরকার সমন্বিত উদ্যোগ। মহামারীর কারণে অনেক গর্ববতী মা ঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। তবে আমি অত্যন্ত খুশি হয়েছি এই মৌসুমী নার্সিং হোম এন্ড ডেলিভারি সেন্টারের জন্য। আমার বিশ্বাস গরিব ও অসহায় গর্ভবতীরা সঠিক সময়ে, কম খরচে ভালো ও গুনগত সেবা পাবে সেই আশা রাখছি।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা মসজিদের ইমাম মাওঃ আবু বকর সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, আব্দুল করিম (কাচা মিয়া), মোহাদ্দিস, আহমদ, তাজুল ইসলাম, রুহেল আহমদ, জাসিম উদ্দিন, শাহাব উদ্দিন প্রমূখ।


Related Articles

Back to top button
Close