দেশজুড়ে
প্রিন্ট করুন
চুনারুঘাটে দূর্বৃত্তদের হামলায় এক নিরীহ কৃষক আহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় এক নিরীহ কৃষক গুরুতর আহত হয়েছে। জানা যায়,গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত হাজী মকবুল আলীর ছেলে অমৃত মিয়া (৪৫) রানীগাওয়ের আহাদ মিয়া, হারুন মিয়ার নিকট হইতে জায়গা বিক্রির টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথি – মধ্যে চাটপাড়া কাজী মন্নানের বাড়ির পাশে নিরব রাস্তায় অমৃত মিয়াকে পথ-রোধ করে পিটিয়ে আহত করেছে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ছায়েদ মিয়া, জাহেদ মিয়া ও দৌলত মিয়াসহ একদল দূর্বৃত্ত। এসময় দূর্বৃত্তরা ১লক্ষ৭৫ হাজার টাকা ছিনতাই করে। চুনারুঘাট থানার এসআই মোছলেম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে অমৃত মিয়ার ছেলে মিজান মিয়া মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানিয়েছে।