মা-বাবা আটক বিষপানে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের সংবাদ ডেস্ক । ভেদরগঞ্জে বিষপানে দুই শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৎ মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু- সোয়া মনি (৮) ও তোয়া মনি (৭) ওই গ্রামের মো. শুকুর মৃধার মেয়ে। সোয়া ৩ নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী। আর তোয়া একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ভেদরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়া গ্রামে দুই স্কুলছাত্রী শিশু বিষপানের কারণে অস্স্থু হয়ে পরে। অসুস্থ অবস্থায় শিশুদের বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন শরীতপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সোয়া ও তোয়া দুই বোনের মৃত্যু হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা সূর্যমনি (২৫) ও বাবা মো. শুকুর মৃধাকে (৪২) আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি