দেশজুড়েশিক্ষা সাহিত্য

শঙ্খলতা – পিংকী আচার্য

প্রিন্ট করুন

বিধুর বদনে সংক্ষিপ্ত প্রয়াস
জ্যোতিহীন জোনাকির;
শ্লোক আস্বাদনে বিদুর প্রাপ্তি
মুণ্ডপাত নীতির!

স্থিরচিত্রে ঘোরপাক
সাম্রাজ্যের প্রতীক;
শঙ্খলতা আলপনা বেশে
ব্যবধানের ধিক।

সূর্যমুখী বিমুখ স্রোতার
বাইজি নামক গীতিকার;
ফুলের নামে রটিয়ে রটনা
অন্তমিলেই অসাড়!

লালসিত-রূপে সুঁচের আদর
বাঁধনে মজমুত পরীক্ষা;
ধস নেমেছে ভাবনা তেজে
পাহাড়কে দিবো কি ব্যাখ্যা?

শুকনো জলে আবেগ পুড়ে
প্রতিশ্রুতি অস্ত্র রূপে;
ব্যবহৃত অস্ত্র যেন
পুড়াইও না সাধু নতুন ধূপে!

(পৃথিবীর সকল জীবের প্রতি শুভ কামনা অবিরাম।)


Related Articles

Back to top button
Close