দেশজুড়ে

নবীগঞ্জে সংঘর্ষে আহত ২৫ জন, ৬ জনকে সিলেট ওসমানীতে প্রেরণ

প্রিন্ট করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে বিবিয়ানা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে। এ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, জানু মিয়া (৫৫), মনোয়ারা বেগম (৫০), আনু মিয়া (৪০), সজিব (২৩), সজল (২৬), ডালিম(২৫)।
নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত পক্ষের আহতরা হলেন উমর আলী(৭০), মালেক উদ্দিন (৬০), মন মিয়া(৫০), জিলু মিয়া(৫৫), টিপু মিয়া(৪৫), কনর মিয়া(৪০), সেলু মিয়া(৩০), মানিক মিয়া(৩৮), ওলিম উদ্দিন(৩৪), ইসলাম উদ্দিন(৩৪)।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নিকটবর্তী বিবিয়ানা নদীতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার মোস্তফাপুর গ্রামের জানু মিয়া বর্শি দিয়ে মাছ ধরতে যায়। এ সময় একই গ্রামের পঞ্চায়েতের পক্ষথেকে নজরুল ইসলাম মাছ না ধরতে জানু মিয়াকে বাধা নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্য বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকদের মধ্য রক্তক্ষয়ী
সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ প্রায় ঘন্টাব্যাপী উভয় পক্ষের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ২৫ জন আহত হন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামসুউদ্দিন খাঁন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দু’পক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


Related Articles

Back to top button
Close