দেশজুড়ে

পিটিয়ে পা ভাঙা হলো আওয়ামী লীগ নেতার

প্রিন্ট করুন


হবিগঞ্জের সংবাদ ডেস্ক। পিরোজপুরের ইন্দুরকানীতে যুবলীগের কর্মীসভায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সমালোচনা করায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মজুমদারকে (৫১) পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। গুরুতর আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে বুধবার রাতে খুলনার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে উপজেলার চরনী পত্তাশী পাড়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পত্তাশী ওয়ার্ড যুবলীগের কর্মীসভায় পত্তাশী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মজুমদার তার বক্তব্যে চেয়ারম্যানের সমালোচনা করেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন মোয়াজ্জেম ও তার সমর্থকরা। উত্তেজনা দেখে আওয়ামী লীগ নেতা রঞ্জন সভাস্থল ত্যাগ করেন। সভার মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী রঞ্জনকে ইউপি চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে বলেন। কিন্তু রঞ্জন সভাস্থলে যেতে চাননি।

সূত্পুর্বপশ্চিম


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close