অভিনব কায়দায় গাঁজা পাচার, হবিগঞ্জের পাচারকারী আটক

হবিগঞ্জের সংবাদ ডেস্ক । পিকআপ ভ্যানে বহন করা ড্রামের ভিতর করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়িকে শ্রীমঙ্গলে আটক করেছে র্যাব-৯।
আজ (৫ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৭টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার বিলাসের পাড় এলাকা থেকে আটক করে।
র্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার বিলাসের পাড় যাত্রী ছাউনির সামনে একটি পিকআপ আটক করে র্যাব। এসময় পিকআপে তল্লাশি করলে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকিয়ে রাখা ৮ কেজি একশ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার আদাঐ গ্রামের মৃত আইয়ুব আলীর মো. হারুন মিয়া (৪২) এবং একই উপজেলার গোয়ালনগর গ্রামের নরেশ দাসের ছেলে নিকেশ দাস (৩০)।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।