হবিগঞ্জের সংবাদ ডেস্ক।
হবিগঞ্জের নবীগঞ্জে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৪ জন। বুধবার রাতে রিপোর্টে ৪ জনের করোনা পজিটিভ আসে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার -পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্তের মধ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ১জন ও বিবিয়ানা গ্যাসফিল্ডের কর্মচারী ৩জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৪ জন। ১৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলায় এপর্যন্ত ১২৮২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
তিনি উপজেলাবাসীকে আহ্বান জানিয়ে বলেন, শীত মৌসুমে করোনার তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, মার্ক্স পরিধান করুন, বার বার সাবান পানি দিয়ে হাত ধৌত করুন।