শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জের চেয়ারম্যান ও মেম্বারকে ষড়যন্ত্র মূলক মামলা থেকে অব্যাহতির জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

প্রকাশিত হয়েছে -

স্টাফ রিপোর্টার। নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ১নং ওয়ার্ড মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে একই ইউনিয়নের পারকুল পল্লী গুচ্ছ গ্রামের বাসিন্দা বহুল আলোচিত সমালোচিত ব্যক্তি মুহিবুর রহমান কর্তৃক তার স্ত্রী মৌসুমী আক্তারকে বাদীনি সাজিয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -৩ আদালতে একটি ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করার গুরুতর অভিযোগ উঠে৷ এই মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক দাবী করে গত ২ নভেম্বর দুপুরে আউশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা করেন এলাকার সচেতন মহল৷ উক্ত প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
পরিশেষে সর্বসম্মতিক্রমে এলাকাবাসীর পক্ষে হাজী সানুর মিয়া,হাজী আব্দুর রব,সৈয়দ মর্তুজ আলী,হাজী মছদ্দর আলী ও হাজী সুহুল আমীন স্বাক্ষরিত স্মারকলিপি
হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন সচেতন মহলের লোকজন৷
এতে উল্লেখ করা হয়,
একই ইউনিয়নের পারকুল পল্লী গুচ্ছ গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান কর্তৃক তার স্ত্রী মৌসুমী আক্তারকে বাদীনি সাজিয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -৩ আদালত হবিগঞ্জে গত ১৮/১০/২০২০ ইং তারিখে আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ১ নং ওয়ার্ড মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও হয়রানী মুলক মামলা দায়ের করেন৷ স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় বাদীনির স্বামী এলাকায় সদা-সর্বদায় অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ও সে একের অধিক স্ত্রী নামকরণ দিয়ে নারী ব্যবসার সাথে জড়িত৷ যাহা এলাকার সমাজ ব্যবস্থার অবনতি ঘটায়৷ আইনগতভাবে তাহার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে৷ কিছু সংখ্যক দূর্ণীতিবাজ -কু-চক্রী মহলের প্ররোচনায় উক্ত মামলাটি দায়ের করা হয়েছে৷ যাহা আউশকান্দি ইউনিয়ন পরিষদ তথা ইউনিয়নবাসীর ভাব মূর্তি ক্ষুন্ন করা হয়েছে৷ তাই অনতি বিলম্বে দায়েরকৃত মামলা হইতে আসামীদেরকে অব্যাহতি দিয়ে উল্লেখিত বাদীনি ও বাদীনির স্বামীকে আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়৷ অন্যতায় এলাকাবাসী সামাজিকভাবে মানববন্ধন সহ বিভিন্ন কঠিন কর্মসূচী গ্রহন করিতে বাধ্য থাকিবেন বলেও উল্লেখ করেন৷
অনুলিপি প্রেরণ করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার,হবিগঞ্জ ,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে৷