দেশজুড়ে

আমিতো কবি নই, আলমগীর রেজা

প্রিন্ট করুন

তোমার কথার ভাঁজে
যে ভালোবাসা ছিল লুকানো।
ওগো পল্লীবালা,
আমি বুঝতে পারিনি তা কখনো।

আমি তো প্রমিক নয়
তবু মনের আশ।
অনন্তকাল করিতে –
তোমার মনে বাস।

তোমার এক চোখেতে ভালোবাসা,
অন্য চোখে ঘৃণা।
কি করে জানবো আমি,
আমায় তুমি মনে রাখো কিনা।

আমিতো কবি নই।
তবু তোমায় নিয়ে কবিতা লিখতে –
আবেগে উদাস হই।

রোজ রাত্রে কবিতা লিখি,
ভোরবেলা তা ছিরে ফেলি।
সেই কবিতা কোথাও কখন,
হয়না তো আর ছাপা।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close