বানিয়াচংয়ে মেধাবী ছাত্র ফরহাদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।
বানিয়াচংয়ে মেধাবী ছাত্র ফরহাদ আহমেদ জুটনকে এল আর স্কুলে ব্যাচ ২০১৩ এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে ।
গত পহেলা নভেম্বর রোজ রবিবার রাত ৯ ঘটিকার সময় এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে ফরহাদ আহমেদ জুটন উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে চান্স পাওয়াকে নিয়ে স্বদেশ ত্যাগ করা উপলক্ষ্য এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা (ক্রেস্ট) দেওয়া হয়েছে।
জানা যায় তিনি হলেন ৪নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের লামাপাড়া গ্রামের ইলাছ মিয়ার ছেলে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক পাসের পর বৃন্দাবন সরকারি কলেজে দর্শন বিভাগে ভর্তি হন এবং বর্তমানে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত।
এসময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র দেলোয়ার হোসাইন, নাজমুল হাসান, মিলাদ রহমান, ইমন, আশরাফুল, শাওন, সৈকত, জ্যোতিষ বৈদ্য, বাঁধন বণিক, ইমদাদ, সুজাত সহ আরো অনেকে।