Unauthorised
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে রেজিষ্ট্রেশন এসোসিয়েশনের সহ-সভাপতিকে সংবর্ধনা প্রদান
সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।
বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের নব-নির্বাচিত ২০২০-২০২১ সালের সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা রেজিষ্ট্রার মিজানুর রহমানকে বানিয়াচংয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ (৩ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাবরেজিষ্ট্রার অফিস প্রাঙ্গনে বাংলাদেশ বানিয়াচং উপজেলা ক্বাজী সমিতি ও বানিয়াচং সাবরেজিষ্ট্রার অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও দলিল লিখকদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সাবরেজিষ্ট্রার মোস্তফা মোঃ ইসমত পাশা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, ক্বাজী আব্দুর রাজ্জাক খান, দলিল লিখক সমিতির সভাপতি স্বপন পান্ডে, সাধারন সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ।