বানিয়াচংয়ের ক্যান্সার আক্রান্ত জুসেফকে প্রবাসী মামুনের আর্থিক অনুদান

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং প্রতিনিধি । ক্যান্সার আক্রান্ত বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছাদিরুজ্জামান খান জুসেফকে বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী রেদওয়ান হোসেন খান মামুন এর উদ্যোগে ১লাখ ৩ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
আজ বিকাল ৩টায় হবিগঞ্জ এর বাসায় এ অনুদানের টাকা প্রদান করেন জেলা যুবদলের সভাপতি ও রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গুলজার খান, সদর উপজেলা যুবদল নেতা অলিউর রহমান অলি, জনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেল আহমেদ প্রমুহ।
উল্লেখ্য, ছাদিরুজ্জামান খান জুসেফ দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা।