বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জের সংবাদ। বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ নভেম্বর) দুপুর ১টায় সোমবার জনাব আলী সরকারি কলেজ অডিরিয়ামে বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি ৪নং ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সস্পাদক মিজানুর রহমান শামীম,বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সস্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সস্পাদক তাজউদ্দিন আহমেদ তাজ, সহ-সস্পাদক সবুজ মিয়া, উপজেলা যুবলীগ সহ-সম্পাদক
আসাদুজ্জামান খান তুহিন।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবলীগের সহ-সভাপতি সায়েব আলী, সুবেদ আলী, আনছার মিয়া, মাসুদুর রহমান খান, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, ফয়সল মিয়া, দপ্তর সস্পাদক কামরুল, প্রচার সস্পাদক মাহমুদ আহনজি ইসলাম, তথ্যপ্রযুক্তি সস্পাদক আঃ সালাম, পাঠাগার বিষয়ক সস্পাদক হাফিজ চৌধুরী, অর্থ সস্পাদক খেলু মিয়া, উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন, পাভেল মিয়া, জিতু মিয়া সৈয়দ বদরুল, উপজেলা যুবলীগের আইন বিষয়ক সস্পাদক খালেদ হোসাইন, ক্রীড়া সস্পাদক মোফাজ্জল হোসেন ফয়সল, সদস্য আব্দাল মিয়া, কাওছার আহমেদ, খলিলুর রহমান জিয়াউল হক জিয়া, আজমল হোসেন, সাংবাদিক মাজহারুল ইসলাম অপু প্রমুখ।
কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার ১৫ টি ইউনিয়ন কমিটি দূত করার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার বেনগান্ড যুবলীগ কে শক্তিশালী করে একটি সুখী সমৃদ্ধি দেশ উপহার দেওয়ার জন্য আহবান করেন।
অনুষ্ঠানে শেষে করোনা আক্রান্ত হবিগঞ্জ লাখাই আসনের এমপি এডভোকেট আবু জাহিরের জন্য দোয়া প্রার্থনা করেন।