দেশজুড়েশিক্ষা সাহিত্য

পল্লীবালা । আলমগীর রেজা

প্রিন্ট করুন

ঐ গায়ের এক পল্লী বালা
নামটা তাহার সুমী।
রূপে গুণে অতুলনীয়
নেইকো তাহার জুরি।

হাঁসিতে তার মুক্তা ঝরে
কথায় জোড়ায় প্রাণ।
কণ্ঠে তাহার মধু ঝরে
গায় সে যখন গান।

কাজল কালো আঁখি জোড়া
দীঘল কালো চুল।
ঠোঁটে তাহার গোলাপি আভা
যেন পাপড়ি ফুটা ফুল।

সদ্য ফুটা গোলাপ ফুলও –
লাজে ফেরায় চোখ।
দেখে যখন পল্লীবালার
চাঁদ বরণ মুখ।

তাহার সাথে দেখা কবু হবে না মোর জানি।
তবু তাহার ছবি হৃদ মাঝারে-
যতন করে রাখি।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close