দেশজুড়ে

নবীগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে মারাত্মক জখম । গুরুতর জখম অবস্থায় ওসমানীতে ভর্তি

প্রিন্ট করুন


ইতি দেব নাথ, নবীগঞ্জ প্রতিনিধি । হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের অদুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে আঙ্কল আলী(৬০) কে কুপিয়ে মারাত্মক জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তিনিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে খবর পাওয়া গেছে।
গত ৩০ অক্টোবর রাতে নবীগঞ্জ কাজির বাজার সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহরের সন্নিকটে মিল্লিক গ্রামে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে নবীগঞ্জ থেকে নিজ বাড়ীতে ফেরার পথে এরশাদ লন্ডনীর বাড়ীর সামনে আসার মাত্র একি গ্রামের বারিক উল্লার পুত্র নজরুল ও তার চাচা সিরাইরের নেতৃত্বে সাজু, সানি, শামিমসহ আরো ৫/৭ জন হামলা চালায়। তিনি সুরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। এবং হামলার সময় ৭০হাজার টাকা ও ব্যবহিত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা ।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close