আইন-আদালতদেশজুড়ে

আজমিরীগঞ্জে তুলে নিয়ে রাত ভর ধর্ষণ, আটক ধর্ষক

প্রিন্ট করুন

আজমিরীগঞ্জ প্রতিনিধি। আজমিরীগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে উপজেলার জলসুখা ইউনিয়নের মৃত আলি হোসেনের পুত্র তাজুল ইসলাম (কালা) (৫০) নামে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ ৷
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে তাজুল ইসলাম কে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ৷

জানা যায়, জলসূখা ইউনিয়নের শংখমহল উত্তর পাড়ার বাসিন্দা মৃত আলি হোসেন এর পুত্র তাজুল ইসলাম(কালা) যুবতি কে বসত বাড়ি থেকে তুলে নিয়ে জলসুখা কে জি পি হাই স্কুলের পশ্চিম পাশে ফাকা জায়গায় রাতভর দর্শন করে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার তদন্ত অফিসার জানান বিষয়টি ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ ডাক্তারী পরিক্ষার জন্য ধর্ষিতা কে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে ৷


Related Articles

Back to top button
Close