দেশজুড়েরাজনীতি

যুবদল নেতা সেলিম আহমেদের জামিন লাভ

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি।

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের যুবদল নেতা সেলিম আহমেদ নিন্ম আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছেন। তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) হবিগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক স্থায়ী জামিন মঞ্জুর করেন। তার পক্ষে মামলার শুনানী করেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন।

উল্লেখ্য ২০১৮ সালে স্থানীয় ১ নং ইউনিয়নের সভাকক্ষে বানিয়াচং উপজেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার দিন তারিখ ঠিক ছিল। কিন্তু এর আগের রাতেই কেবা কারা পরিষদের বাগানে কয়েকটি পেট্রোল বোমা রেখে যায়। ওই ঘটনায় সেলিমসহ বানিয়াচং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীদির বিরুদ্ধে মামলা করে পুলিশ।
পরে হাইকোর্ট থেকে আসামীরা আগাম জামিন লাভ করেন।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close