বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মোঃ আজমল হোসেন খাঁন,বানিয়াচং থেকে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে গঠিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বানিয়াচং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
আজ (২৭ অক্টোবর) মঙ্গলবার বানিয়াচং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বানিয়াচং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি পলাশ এর নেতৃত্বে দুপুর ১ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উক্ত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, স্বেচ্ছায় রক্তদান ও মিলাদ মাহফিল পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি এবং সকল মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান বাবলু খান,নিশাত রহমান, সেলিম মিয়া,রাসেল, মিঠু দেব এছাড়াও উপস্থিত ছিলেন চিত্র শিল্পী ও কবি প্রেসক্লাবের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর রেজা, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাশেম মিয়া প্রমূখ।