আজমিরীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান লাঞ্চিত উপজেলা চেয়ারম্যানের হাতে




হবিগঞ্জের সংবাদ ডেস্ক।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিঠির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসানের হাতে পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার লাঞ্চিত হয়েছেন বিষয়টি গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার ৷ বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ৷

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিঠির সভা অনুষ্টিত হয় ৷
এ সময় সভায় উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান ,মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জলসুখা ইউপির চেয়ারম্যান খেলু মিয়া প্রমুখ ৷
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকারের বক্তব্য প্রদান কালে বক্তব্যের একটি অংশ প্রত্যাহারের জন্য সীমা রাণী সরকারকে বলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ৷ এরই জের ধরে বাক বিতন্ডার এক পর্যায়ে উপেজলা চেয়ারম্যান মর্তুজা হাসান অকথ্য ভাষায় গালি গালজ করে এক পর্যায়ে সীমা রাণী সরকারের গায়ে হাত তুলতে তেড়ে আসেন ৷ তখন সভায় উপস্হিত অন্যরা মর্তুজা হাসানকে বাধা প্রদান করেন ৷

এ বিষয় মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার বলেন – উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা চলাকালীন সময়ে বক্তব্যের একটি অংশে তিনি আমাকে বাধা প্রদান করেন। তখন উনাকে আমি বলি আপনার কেনো বক্তব্য থাকলে আপনি সভার বক্তব্যে বলবেন ৷ কিন্তু উনি এই কথার রেশ ধরে আমাকে অকথ্য ভাষায় গালি গালজ করেন এমনকি এক পর্যায়ে আমার গায়ে হাত তুলতে তেড়ে আসেন ৷ তখন সভায় উপস্হিত অন্যান্যরা উনাকে থামান ৷ আমার সাথে কি পরিমাণ ঘ্রণিত আচরণ করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয় ৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, দুপুরে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির একটি সভায় বক্তব্যের একটি বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে একটি অনাক্ষাংকিত একটি ঘঠনা ঘটে ৷ বিষয়টি আমি মিমাংসার চেষ্টা করেছি ৷
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গালি গালজ এবং তেড়ে আসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের বক্তব্য তিনি এক পর্যায়ে বলেন পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিত কথাটি বলেন তখন এই কথাটির আমি প্রতিবাদ করি এই হলো বিষয় অন্য কিছু নয় ৷