ভক্তির সন্ধানে সংগঠনের প্রতিষ্টাতা রনজিৎ বৈদ্য’র শারদীয় শুভেচ্ছা


ইতি দেব নাথ (হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি, আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভক্তির সন্ধানে সংগঠনের সকল সারথীসহ দেশবাসীকে অগ্রীম শারদীয় শুভেচ্ছা জানান ভক্তির সন্ধানে সংগঠনের প্রতিষ্টাতা রনজিৎ বৈদ্য ।

এ ব্যাপারে তিনি হবিগঞ্জের সংবাদকে জানান, এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে শারদ মহিমার সাথে একটি সম্প্রীতিময় সনাতন সমাজ গড়ার আহবান জানান । করোনার এই ক্রান্তিলগ্নে আমরা সবাই যেন সামাজিক দুরত্ব বজায় রেখে পুজো পরিক্রমা ও পুষ্পাঞ্জলি প্রদান করি মায়ের চরণে। মায়ের প্রতিমা যেন শাস্ত্রীয় বিধি অনুসারে তৈরী হয়, পুজো মন্ডপে যেন প্রতিদিন সকালে চন্ডীপাঠের মাধ্যমে দেবী পুজার সূচনা হয়। শাস্ত্রীয় গান ছাড়া যেন অশাস্ত্রীয় কোনো গান না বাজানো হয়, অশালীন নৃত্য যাতে কোনো পুজা মন্ডপে না হয় সেদিকে বিশেষ লক্ষ রাখার আহবান জানালেন পুজা মন্ডপের কর্তৃপক্ষের নিকট।
এছাড়াও সামাজিক দুরত্ব বজায় ও সুশৃঙ্খলভাবে যেন দেবী মায়ের বিসর্জন হয়। গীতা শিক্ষা প্রচার ও প্রসারে সকল তরুণদের সবসময় তিনি আহবান জানান ভক্তির সন্ধানে সংগঠনের সারথি হওয়ার জন্য।