দেশজুড়ে

বানিয়াচং কে পরিস্কার পরিচ্ছন্ন হিসেবে গড়তে চাই- ইউএনও মাসুদ রানা

প্রিন্ট করুন

বানিয়াচং বড় বাজারে আরাবী ফ্যাশনে আমন্ত্রিত

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।

এই দেশ আমার, তাই রক্ষা করার দায়িত্ব আমার,
সচেতনতা ই করতে পারে, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার।

বানিয়াচং কে পরিস্কার পরিচ্ছন্ন হিসেবে গড়তে চাই বলেছেন, বানিয়াচং নির্বাহী অফিসার মাসুদ রানা।

১৭ অক্টোবর বিকেল ৪ টায় বিডি ক্লিন বানিয়াচংয়ের মাসিক সভায় একথা বলেন তিনি। একটি পরিস্কার বাংলোদেশ তথা বানিয়াচং কে পরিস্কার পরিচ্ছন্ন হিসেবে গড়তে তোমাদের যেমন স্বপ্ন তেমনিভাবে তোমাদের পাশে থেকে আমিও কাজ করতে চাই।

একটি কাজ একা একা করতে কষ্ট হলেও সবাই মিলে কাজ করলে ততটা কষ্টসাধ্য নয়। কারণ কথায় আছে, দশে মিলে করি কাজ- হারি জিতি নাহি লাজ। শুধু আপনি এবং আমি নয়, আসুন আমরা সবার ঘুমন্ত বিবেক কে জাগ্রত করি এবং একটি সুস্থ-সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি।

বিডি ক্লিন তারণ্য নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে দেশের মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। বিডি ক্লিনার তারা শুধু ময়লা কুঁড়িয়ে নিচ্ছে না। তুলে নিচ্ছে কিছু অসচেতন মস্তিষ্ক। দেশের একজন আদর্শবান সুনাগরিক হিসেবে কি আমরা শপথ করতে পারি না যে আর একটা ময়লা ও যত্রতত্র নয়। ডাস্টবিন হোক ময়লার আসল আশ্রয়।

এছাড়া ও সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মুহাম্মদ সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন।

উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয় এস আর তাসকিন আহমেদ, আমার হবিগঞ্জ এর সাংবাদিক হৃদয় খান সহ বিডি ক্লিনের সদস্যবৃন্দ।


Related Articles

Back to top button
Close