দেশজুড়ে

বানিয়াচংয়ে শারদীয় দূর্গাপূজা‘র বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে

প্রিন্ট করুন

মোঃ জয়নাল মিয়া/ আজমল হোসেন খাঁন , বানিয়াচং থেকে। বানিয়াচংয়ে শারদীয় দূর্গাপূজার বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
আজ (১৭ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে ও
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,অফিসার ইনচার্জ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া।

বক্তব্য রাখেন বিপুল ভূষন রায়,প্রিয়তোষ রঞ্জন দেব,কাজল চ্যাটার্জী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ। উক্ত সভায় বানিয়াচং উপজেলার শারদীয় দূর্গাপূজার মন্ডপে সরকারীভাবে বরাদ্ধকৃত চাল বন্টন করা হয়েছে।
উপজেলার মোট ১১৪টি মন্ডপের মধ্যে প্রতিটিতে ৫০০ কেজি করে মোট ৫৭ মেঃ টন চাল বিতরন করা হয়েছে।


Related Articles

Back to top button
Close