নবীগঞ্জে “তারুণ্যের চোখে স্বদেশ” রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে



ইতি দেব নাথ।(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি,নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে তারুণ্যের চোখে স্বদেশ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতা এবং জনপ্রতিনিধির করনীয় কি রচনা প্রতিযোগিতা ৩ জন সেরা হয়েছেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার। তিন বিজয়ীকে ১০ হাজার, ৮ হাজার ৫ হাজার এবং বিবেচনায় প্রত্যেক বিজয়ীকে ৫ শ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

গত কাল (১৬ অক্টোবর) শুক্রবার দুপুর ২ টার বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো তারুণ্যের চোখে স্বদেশ নামক সংগঠনটির সোনাপুর বাজারের পশ্চিমের মাঠে তারুণ্যের চোখে স্বদেশ নামক সংগঠনের আয়োজিত
আলোচনা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু সত্যজিৎ দাশের সভাপতিত্বে এবং মোঃ মহসিন ও ফাহিমা আক্তার নিশির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এম সি কলেজের বাংলা বিভাগ সহকারী অধ্যাপক শেখ মো.নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন এস এন পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমূখ।

উল্লেখ্য, তারুণ্যের চোখে স্বদেশ সংগঠনটি ২৫ সেপ্টেম্বর একটি অনলাইন ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয় ১০ অক্টোবর ।