দেশজুড়ে

ভক্তির সন্ধানে বাহুবল উপজেলা আহবায়ক কমিটি গঠন

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি , হবিগঞ্জের সংবাদ।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভক্তির সন্ধানে আহবায়ক কমিটি গঠন হয়েছে এতে রতন রায় কে আহবায়ক ও বিদ্যুৎ চন্দ্র পাল কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।

আজ (১৬ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পুটিজুরী শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে বাবলু অধিকারীর শ্রীবদনে মঙ্গলধ্বনি ও গীতা শ্লোক পাঠের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু করা হয়।

উক্ত অনুষ্টানে ভক্তির সন্ধানে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুভাষ বৈদ্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন সাহা নিরু, পুজা উদযাপন পরিষদ পুটিজুরী ইউ/পি শাখার সভাপতি বাবু স্বপন চন্দ্র পাল, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কান্তি রায়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখার যুগ্ন সম্পাদক সঞ্জয় পালসহ ভক্তির সন্ধানে হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

এ ব্যাপারে বাবু নিরঞ্জন সাহা বলেন,আসন্ন শারদীয় দূর্গা পুজার পর শিঘ্রই আমরা এই সংগঠনটি নিবন্ধন করার কার্যক্রমে হস্তক্ষেপ করব। এবং আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের আদেশ দেন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে, এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের যে উদ্যোগ হবিগঞ্জ শাখা নিয়েছে সেই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তিনি


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close