শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আজমিরীগঞ্জে আলুর মূল্য নিয়ন্ত্রণ রাখতে তিন আড়তকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে -

মোঃ হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি। সারাদেশ ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে আলুর দাম বৃদ্ধি ও ক্রেতার হাতের নাগালে দাম না থাকায় সরকারের আলুর বাজার মূল্য নিয়ন্ত্রণ ও ইলিশ বিক্রি হচ্ছে কি না এ মনিটরিংয়ে আজমিরীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযান কালে ভোক্তা ও বিক্রেতা উভয়কেই সচেতন করা হয়। আলুর অতিরিক্ত মূল্য রাখায় বিসমিল্লাহ ট্রেডার্স, মেসার্স জয়নাল আবেদিন ও ইনসাফ ট্রেডার্স নামে ৩টি গুদামকে ৭ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।