দেশজুড়ে

বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি,বানিয়াচং । একটি সুন্দর বানিয়াচং নির্মানে সকলের সহযোগিতা চেয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য প্রদানকালে উপরোক্ত মতামত তুলে ধরেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি। বানিয়াচং উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি আরও বলেন, স্থানীয় ইউপি অফিসের মাধ্যমে ব্যাটারী চালিত গাড়িগুলোর নিবন্ধন করার নির্দেশ প্রদান করেন।পল্লীবিদ্যুতের ঘন-ঘন লোডশেডিং ও গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত বিল আদায়ের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ প্রদান করেন।

গত কাল (১৪অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,সহকারী কমিশনার(ভূমি)ইফফাত আরা জামান ঊর্মি,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী মোহাম্মদ শাহপরান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৈয়দ আলী, ইউপি চেয়ারম্যান শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন,ওয়ারিশ উদ্দিন খান, হাবিবুর রহমান, রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,শাহ শওকত আরেফীন সেলিম,আনোয়ার হোসেন,ঝন্টু দাশ,ফজলুর রহমান,মোতাহের হোসেন,আইডিয়েল কলেজের প্রিন্সিপাল স্বপন দাশ, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও আদিবাসী এক্য পরিষদের নেতা বিপুল ভূষন রায়,কাজল চ্যাটার্জী, প্রেসক্লাব সভাপতি এসএম খোকন ও মোশাহেদ মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমদ লিটন

প্রমূখ।


Related Articles

Back to top button
Close