দেশজুড়েশিক্ষা সাহিত্য

সংযত দর্শন. পিংকী আচার্য

প্রিন্ট করুন

নগ্নতা এক দাপটে শিকারি;
সৃষ্টি থেকেই তার দম্ভ!
ঘৃণা কি সত্যি করো;
ঝর্ণার উলঙ্গ নৃত্যে কেন উচ্ছল আরম্ভ?

হিমালয় দেহ বিকিয়ে সেই কবে থেকেই আকর্ষিণী;
সমুদ্রের উচ্ছলতায় চিরযৌবনা অবদান!
জিরিয়ে নিক ষড়ঋতু;
নিয়ম মেনেই অনিয়মে ছড়িয়ে ছিটিয়ে ত্রাণ।

রুদ্র দ্বিধায় উষ্ণ প্রেমী;
চুষে নেয় প্রেম!
বৃষ্টির হিংসায় উর্বর ভূমি;
এখানেও পেলুম না অপ্রেম।

খোলামেলা আলোকছটা;
পর্দায় ঢাকবো বসন্ত!
মানুষ সাজের মুখোশধারী;
প্রকৃতিও আজ মায়ের মতোই ক্লান্ত।

জন্মেই দেখেছ নগ্ন মাকে;
তবে কিসের দেহ বিলাস?
শ্রদ্ধার পরিবর্তন বিদ্বেষ দোষ;
সংযত মস্তিষ্কে হও দুজনাই সংযমী দাস।

লেখিকাঃ ঢাকা, ধামরাই।


Related Articles

Back to top button
Close