দেশজুড়ে

বানিয়াচংয়ে দুঃস্ত শিশুদের মাঝে দুধ বিতরণ

প্রিন্ট করুন

মোঃ জয়নাল মিয়া, বানিয়াচং থেকে। বানিয়াচংয়ে অসহায় দুঃস্থ পরিবারের শিশুদের মাঝে দুধ বিতরণ করা হয়েছে।
আজ ( ১৪ অক্টোবর) বুধবার দুপুরে উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে শিশুদের মাঝে দুধ বিতরণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ফারুক আমীনসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।

এমপি আব্দুল মজিদ খান সাংবাদিকদের জানান, দেশে করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া গরীব ও দুঃস্থ মানুষেরা আছেন খাদ্য সঙ্কটে। সেই কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ত্রাণ বিতরণ করলেও এ সঙ্কটে শিশুদের জন্য দুধ কেনার পঁয়সাও নেই অনেক মা-বাবার কাছে। তাই তাদের পাশে দাঁড়িয়ে মহতি উদ্যোগ নিয়ে সারা দেশজুড়ে প্রত্যেকটি দুঃস্থ পরিবারের শিশুর জন্য দুধ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close