দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
মোঃ জয়নাল মিয়া/আজমল হোসেন খাঁন, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলা সদরে বেপরোয়া টমটমের ধাক্কায় সামিনা (৫৫) নামে বৃদ্ধা নিহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক টমটমকে আটক করে থানায় নিয়ে যায় বানিয়াচং থানা পুলিশ।
আজ (১২ অক্টোবর ) সোমবার দুপুর ১২টায় বড়বাজার ভায়া আদর্শ বাজার সড়কের আদর্শ হাইস্কুল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত আমির হোসেন মিয়ার স্ত্রী সামিনা বেগম পারিবারিক কাজে বড়বাজারে আসেন। কাজ শেষে
বাড়িতে ফেরার পথে উল্লেখিত স্থানে আসার মাত্র আদর্শ বাজার থেকে আসা টমটমে চাপা দিলে ঘটনা স্থলে তিনি মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে এস আই রকিবুল হাসান জানান , ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক টমটমকে আটক করে থানায় আনা হয়েছে।