দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আজমল হোসেন খাঁন, বানিয়াচং থেকে। বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বানিয়াচং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ অক্টোবর ) সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভা কক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন উপ -পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার সোলেমান মিয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,উপজেলা ইমান/কাজী সমিতির নেতৃৃৃবৃন্দ।