দেশজুড়ে

জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে

প্রিন্ট করুন

বানিয়াচংয়ে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে এমপি আব্দুল মজিদ খান

মোঃ নজরুল ইসলাম তালুকদার, বানিয়াচং থেকে। সারাদেশ ন্যায় বানিয়াচং উপজেলায় শতভাগ বিদ্যুত স্থাপন করার লক্ষে বানিয়াচং উপজেলার ১৫নং পৈলার কান্দি ইউনিয়নে ২ কোটি ১৫লাখ ১১ হাজার ১শ’ টাকা ব্যয়ে কুমড়ি, দুর্গাপুর, নজরপুর, নীলপুর ও ফিরিঙ্গি টুলা গ্রামে সাড়ে ১৬ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ২১৩৩টি পরিবারে বিদ্যুতায়ন করা হয়েছে।

আজ (১১ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলার কুমড়ি বাজারে এলাকাবাসী কতৃক আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন তালুকদার এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল হামিদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুৎ জিএম মোতাহের হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান শেখ শামছুল হক, আহাদ মিয়া, শাহ শওকত আরেফিন সেলিম, আব্দুল কদ্দুছ শামীম, ফজলুর রহমান খান, এরশাদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধর, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, মন্তাজ মেম্বার, শাহীন চৌধুরী, এমাদ মাস্টার, হাফিজুর রহমান হক, ইউপি সদস্য হাফিজ উদ্দিন, মিজানুর রহমান, কুরবান আলী , ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ

আব্দুল মজিদ খান বলেন, আওয়ামী লীগ সরকার দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে কাজ করে যাচ্ছে। সারে ৩ হাজার মেগাওয়াট থেকে ১৮ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। বিদ্যুৎ হচ্ছে আমাদের দেশের সম্পদ। আর দেশের সম্পদের সঠিক সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। কেউ যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকেও সজাগ থাকার আহবান জানান।
নিরবচ্ছিন্ন বিদ্যুত সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুত দিয়ে দায়িত্ব পালন করছেন। আর আপনাদের দায়িত্ব হলো সঠিকভাবে এর ব্যবহার করা।
তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতায়ন নয় যোগাযোগ,শিক্ষা স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে।
বানিয়াচং আজমিরীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, বানিয়াচং আজমিরীগঞ্জ বাসী আমাকে তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত করেছেন। তাই আমিও বানিয়াচং আজমিরীগঞ্জ বাসীর কাজেই নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। আমি রাজনীতি করি মানুষ সেবা করার জন্য, কোন ধান্দাবাজি করার জন্য রাজনীতিতে আসিনি। মানুষ আমাকে ভালবাসে আমি মানুষকে ভালবাসি।
বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি যে উন্নয়ন করেছেন স্বাধীনতার পর কোন এমপি এত উন্নয়ন করতে পারেনি। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজে খোঁজে এলাকার উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়ত করেন মাওলানা নাছির উদ্দিন,গীতা পাঠ করেন প্রধান শিক্ষক অরুণ কুমার দাস।


Related Articles

Back to top button
Close