শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাহুবলে ভক্তির সন্ধানে “সনাতন জ্ঞানগৃহ” গীতা নিকেতনের শুভ উদ্ভোধন

প্রকাশিত হয়েছে -

ইতি দেবী নাথ, নিজস্ব প্রতিনিধি,
ভক্তির সন্ধানে হবিগঞ্জ জেলা ইউনিট কর্তৃক আয়োজিত ভক্তির সন্ধানে “সনাতন জ্ঞানগৃহ” গীতা নিকেতনের শুভ উদ্ভোধন করেন লামাপুটিজুরী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি বাবু করুনা রঞ্জন পাল।

গত ( ৯ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় মঙ্গল ধ্বনি, শঙ্খ ধ্বনি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্টানে বাবু করুনা রঞ্জন পালের
সভাপতিত্বে ও প্রতিষ্টাতা রনজিৎ বৈদ্য এর সঞ্চালনায় ভক্তির সন্ধানের সকল অতিথিদের আসন বিন্যাস করানো হয়। আসন বিন্যাস শেষে গীতা পাঠ করেন টিটু পাল দাদাশ্রী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভক্তির সন্ধানে সংগঠনের প্রাণ শ্রদ্ধেয় শিক্ষক স্বপন চন্দ্র পাল, সানু রায়, প্রবীর পাল,সুজিত বিশ্বাস, রঞ্জিত শর্ম্মা ও উক্ত গ্রামের বিশিষ্ট গুরুজন।
গীতা দানের মাধ্যমে কোমলমতি শিশুকিশেরীদের গীতা দান শেষে কণি। প্রথমেই ১বছর পুর্তি উপলক্ষ্যে ১টি ঘৃতের প্রদীপ ও সংগঠনের ৩য় বৎসর অতিবাহিত হওয়ায় ৩ টি ঘৃতের প্রদীপ প্রজ্বলন করা হয়। উক্ত অনুষ্টানে ২৫ টি গীতা দানের প্রণামি দিবেন বলে জানিয়েছেন বক্তরা।