বানিয়াচংশিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
মনের পাখি

সাজ্জাদ বিন লাল, মনের পাখি

নষ্ট মনের কষ্ট দিয়ে
লিখে ছিলাম কবিতা,
সেই কবিতা সাক্ষি হয়ে
পাপকে দিলো পূর্নতা।
বহুদিনের ক্লান্ত পথিক
খুজে বেড়ায় আশ্রয়
ভালবাসার ছন্দ পতন
করে শুধু অভিনয়।
মনের পাখির খুঁজে খুঁজে
কাটছে আমার বেলা
তবুও সে দেয়না ধরা
করছে আমায় হেলা।
আর কত রইবে দূরে
ওরে অবুঝ পাখি
আয়না উড়ে আমার নীড়ে
করুণ সুরে ডাকি।
