বানিয়াচংশিক্ষা সাহিত্য

লজ্জা কোথায় রাখি

প্রিন্ট করুন

আলমগীর রেজা।

    

আমি প্রতিদিনই শিউরে উঠি
খবরগুলো দেখে।
বোনটি আমার ধর্ষিতা আজ,
মা যে হয় কবে।

লাজে – ভয়ে মরি আমি
কার কাছে চাই বিচার।
মাতব্বরের বিচারের রায়,
আমরা পাচের বাইর।

পান চিবিয়ে গায়ের মোড়ল
খিলখিলিয়ে হেসে।
বললেন মেয়েটি বড্ড বেহায়াপনা
তারে গ্রামে রাখা যায় না।

দিক্বিদিক ঘুরি আমি করি হা-হুতাশ
প্রতিবেশি খবর দিল-
রাস্তার মোড়ে পড়ে আছে
আমার বোনের হাত-পা বাঁধা লাশ।

ধর্ষণেরই দায়ে জীবন দিল কত মেয়ে।
কারো কাছে পায়না বিচার, বিচার কবু চেয়ে।

মাতৃভূমি ধর্ষিতা আজ –
লজ্জা কোথায় রাখি।
ধর্ষিতার ছেঁড়া জামায়-
কলঙ্ক কে ঢাকি।

একাত্তরের স্বাক্ষী বাবা,
বর্তমানের আমি।
কবে হবে ধর্ষকের বিচার,
জানেন অন্তর্যামী।


Related Articles

Back to top button
Close