শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জের কুর্শি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাংবাদিক নয়নকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে -

“যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণীজন জন্মায়না”

এম.মুজিবুর রহমান, নবীগঞ্জ হবিগঞ্জ থেকে যুক্তরাষ্ট্র ইউএস ডট কম এর নির্বাহী সম্পাদক প্রবাসী ফয়জুল ইসলাম চৌধুরী নয়নকে কুর্শি ইউনিয়ন পরিষদে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুর্শি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসার সভাপতিত্বে ও ইউনিপ সদস্য আল আমিন খাঁন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুসা নগর জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন, শাহ সামছুল ইসলাম সুজন, যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাহেদুজ্জামান জাহির, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক এম. মুজিবুর রহমান, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী, নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্যানেল চেয়ারম্যান-১ পারছু মিয়া, ইউপি সদস্য আব্দুস সুবহান, ইউপি সদস্য আমলেন্দু সূত্রধর, মহিলা ইউপি সদস্য নিলিমা আক্তার, রাজিয়া বেগম। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তরভূক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী লেদু, দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ, বিশ্ব লিডার লুদু চৌধুরী, ক্যামেরা জুনের এডিটর মোঃ মনির হোসেন, নোমান চৌধুরী, তারেক আহমদ, সামাদ আহমদ, হালিম আহমদ হৃদয়, নজরুল আমিন, মনো মিয়া, সালু মিয়া, ফারছু মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্টানে অতিথিরা বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণীজন জন্মায়না। কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা তার ইউনিয়নের গুণী ব্যাক্তিদের খুজে বের করে তাদের সংবর্ধনা দেন। এই দৃষ্টান্ত স্থাপনের জন্য চেয়ারম্যান আলী আহমদ মুসার ভূয়সী প্রসংশা করেন। ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন দেশে থাকা কালিন সময়েও সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। জীবিকার তাগিদে প্রবাসে গিয়েও তার পেশা থেকে তিনি সরেননি। প্রবাসে গিয়েও সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। শুধু সাংবাদিকতাই নয়, তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি নবীগঞ্জের একদল দানবীরদের নিয়ে নবীগঞ্জ ইউনাটেড ইউএসএ ইকন নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন। দেশেও তিনি তার পিতার নামীয় এম.এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্ট গঠন করে নবীগঞ্জ উপজেলার গরীব দুখি মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার এই কর্মকান্ড গুলো যেন ভবিৎতেও মানুষের কল্যাণে বিরাজমান থাকে। ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের সরকার বাড়ির সন্তান।