দোয়া চেয়েছেন বিএনপি নেতা বকুল ১০ অক্টোবর হার্টে রিং বসানোর অপারেশন

আজমল হোসেন খাঁন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বানিয়াচং উপজেলার সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুলের হার্টে রিং বসানো হবে আগামী ১০ অক্টোবর।
এ ব্যাপারে ফরহাদ হোসেন বকুল হবিগঞ্জ সংবাদকে টেলিফোনে বলেন , ইতি মধ্যেই অনেকেই তার জন্য দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন, এ জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ। আগামী ১০ অক্টোবর আল্লাহর রহমতে যেন সফল ভাবে অপারেশন সম্পন্ন হয় সে জন্য তিনি পরিবার পরিজন, বন্ধু-বান্ধব ও দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭নং ইউনিয়ন বিএনপি সম্মেলনের শেষ পর্যায়ে হঠাৎ বুকে ব্যাথার কারণে অসুস্থ হয়ে পরেন। পরে থাকে অসুস্থ অবস্থায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ হবিগঞ্জ সদর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনিকে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নেওয়া পরামর্শে ভর্তি ছিলেন। সেখানে দীর্ঘ পরীক্ষা নিরিক্ষা করার পর তাকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়েছে।