বানিয়াচং পল্লীরাজ ক্যাবল সার্ভিস কোম্পানির সভাপতি ও সম্পাদক নির্বাচিত

মোঃ আজমল হোসেন খাঁন, বানিয়াচং । বানিয়াচং উপজেলা সদরের পল্লীরাজ ক্যাবল সার্ভিস কোম্পানির আবারও সভাপতি জয়নাল মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম।
জানা যায়, গত (২ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার বানিয়াচং পল্লীরাজ ক্যাবল সার্ভিস কোম্পানির আফিসে বর্তমান সভাপতি জয়নাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চলনায় এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সর্ব-সম্মতিক্রমে বানিয়াচং উপজেলা আদর্শ রিপোর্টার্স ইউনিটির ও কুতুবখানী মহল্লার সাবেক সভাপতি, গরীব হোসেন ও কতুব খানী মহল্লার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও অর্থ সম্পাদক, বানিয়াচং প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্য, নতুন বাজার অনুভব ট্রেডার্সের সত্ত্বাধিকারী সাংবাদিক জয়নাল মিয়া এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বানিয়াচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নির্বাচিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, আমরা শুরু থেকে চেষ্টা করে যাচ্ছি বানিয়াচং উপজেলা জুড়ে প্রতিটি এলাকায় পল্লীরাজ ক্যাবল সার্ভিস পৌছে দিয়ে মানুষের পাশে থাকতে।
এ ব্যাপারে নির্বাচিত সভাপতি সাংবাদিক জয়নাল মিয়া বলেন,
ডিজিটাল ক্যাবল সার্ভিস নির্মাণ করার লক্ষে বানিয়াচং পল্লীরাজ ক্যাবল সার্ভিস কোম্পানিকে আরো গতিশীল করতে আমরা চেষ্টা করে যাবো। আরও বলেন, আমাদেরকে নির্বাচিত করায় বানিয়াচং পল্লীরাজ ক্যাবল সার্ভিসের সকল শেয়ার হোল্ডার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।