দেশজুড়ে

বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ

প্রিন্ট করুন

মোঃ জয়নাল মিয়া।  বানিয়াচং উপজেলায় বীর মুক্তিযোদ্ধা দিলীপ দাস আর নেই। তিনি রবিবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টায় তিনি তার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের গোগ্রাপুরস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মত্যুবরণ করেন। এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে। সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির উপস্থিতে মরদেহকে বানিয়াচং থানার একদল চৌকস পুলিশ সদস্য গার্ড অর্নার প্রদান করেন।
এ সময় প্রয়াত বীর মুক্তিযুদ্ধাকে ফুলের তোড়া দিয়ে সম্মান প্রদর্শন করে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মি । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনিল দাস,ইউপি চেয়ারম্যান এরশাদ আলীসহ এলাকার বিভিন্ন পেশার লোকজন ।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close