শিক্ষা সাহিত্য

ধর্ষণ আর ধর্ষণ

প্রিন্ট করুন

আল হাবিব
লেখক কবি ও শিক্ষক

আশি বছরের বৃদ্ধা ধর্ষণ,
চল্লিশ বছরের গৃহবধূ ধর্ষণ।
বিশ বছরের গৃহবধূ ধর্ষণ,
দশ বছরের নাবালিকা ধর্ষণ।

স্বামী কে বেধেঁ রেখে স্ত্রী কে ধর্ষণ,
ভাই কে বেধেঁ রেখে বোন কে ধর্ষণ।
বাপ কে বেধেঁ রেখে মেয়ে কে ধর্ষণ।
পুত্র কে বেধেঁ রেখে মা কে ধর্ষণ।

ঘরে ধর্ষণ, বাহিরে ধর্ষণ,
হাসপাতালে রোগীকে ধর্ষণ।
রাস্তাঘাটে জোর করে ধর্ষণ,
বেড়াতে গেলে জোর করে ধর্ষণ।

ধনীরা গরীবের মেয়ে কে ধর্ষণ,
কাজের মেয়ে কে মালিকের ধর্ষণ।
অফিসের কলিগ মেয়েটিকে বসের ধর্ষণ,
সবখানে ধর্ষণ আর ধর্ষণ।।

ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ করুন,
ধর্ষকের শাস্তির বিধান করুন।
আইন চাই আইন করুন,
ধর্ষকের নতুন আইন করুন।।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close