দেশজুড়ে

নবীগঞ্জে দোকান কর্মচারী চারদিন ধরে নিখোঁজ

প্রিন্ট করুন

ইতি দেবী নাথ, নবীগঞ্জ থেকে। নবীগঞ্জ উপজেলায় তিন দিন ধরে তারেক রহমান সবুর (৩০) নামের এক দোকান কর্মচারী নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিখোঁজ তারেকের স্ত্রী রিপা আক্তার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার নং (১৫৭০)।

জিডি সূত্রে জানা যায়,নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বশির মিয়ার পুত্র তারেক রহমান সবুর মিয়া নবীগঞ্জ পৌর শহরের আনমনু রোডস্থ একটি দোকানে কাজ করতেন । প্রতি দিনের ন্যায় সবুর গত ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় কর্মস্থলে যান। রাতে বাড়িতে না ফেরায় তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ থোকায় সবুরের কর্মস্থলের অন্য কর্মচারীদের রাতে বাড়িতে না ফেরার বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান ওইদিন দোকানে যায়নি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে তার স্বামীর সন্ধান কোথাও না পেয়ে গত সোমবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।


Related Articles

Back to top button
Close