প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতার খাবার বিতরণ
মোঃ জয়নাল মিয়া, বানিয়াচং থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী কর্মসূচীর হিসেবে বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা হবিগঞ্জের সংবাদের আইন উপদেষ্টা এডভোকেট আসাদুজ্জামান তুহিনের উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ ।
গত কাল (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার
যোহরের নামাজের পর বানিয়াচং উপজেলা সদরের পাইকপাড়া তাজবীরুল মাদ্রাসায় শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এডভোকেট তুহিন, মাদ্রাসার পরিচালক হবিবুর রহমান ওসমানী, ক্বারী মঈনুদ্দিন, পাইকপাড়া মহল্লার সর্দার লোকমান মিয়া, সাইতুল হেরা মহিলা মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পাইকপাড়া জামে মসজিদের ইমাম, উপজেলা যুবলীগ সদস্য মাজহারুল ইসলাম অপু, জিয়াউল হক জিয়া প্রমুখ।
এ বিষয়ে এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে তাঁর নেতৃত্বে দেশ যেন আরও এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।